লামায় জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ

NewsDetails_01

লামায় জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা মূলক প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু
বান্দরবানের লামা উপজেলায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণাসহ অটিজম ও স্মায়ু বিকাশ জনিত সমস্যা সম্বলিত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের উদ্ভোধন করেন, নির্বাহী অফিসার খিন ওয়ান নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান।
আলোচক হিসাবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. নজরুল ইসলাম ও কোর্ট মসজিদ জামে মসজিদের খতিব আজিজুর রহমান। সভায় উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, বর্তমান সমাজে জঙ্গিবাদ ক্যান্সারে পরিণত হয়েছে। ধর্মকে অপব্যবহার করে এক শ্রেণীর বিপদগামী মানুষ যুবদের দিয়ে এসব অপকর্ম করাচ্ছে। তাই আজকের এই প্রশিক্ষণের ধারণাকে কাজে লাগিয়ে সকলকে একযোগে সমাজ থেকে জঙ্গিবাদ রুখে দিতে হবে, প্রশিক্ষণে অর্ধশতাধিক যুবক যুবতী অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন