লামায় কৃষকের সাথে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের মতবিনিময়

NewsDetails_01

লামায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আলী হোসাইন
প্রান্তিক কৃষকের মাঝে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষে বান্দরবানের লামা উপজেলায় মতবিনিময় সভা করেছে বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প। আজ বৃহস্পতিবার প্রকল্পের উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলী হোসাইন। এতে এগ্রো সার্ভিস সেন্টারের উপ-সহকারী পরিচালক নয়ন খ্রীষ্টফার মার্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহমেদ, পশু সম্পদ অধিদপ্তরের ভিএফএ মো. ইসমাইল হোসেন ও ব্র্যাক ম্যানেজার মো. জসিম উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সভায় উপস্থিত অতিথিব্ন্দৃ স্ব স্ব বিভাগের সেবা সমূহ উপকারভোগী কৃষকের মাঝে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন