লামায় ইঁদুর নিধন অভিযান

NewsDetails_01

লামায় ইঁদুর নিধন অভিযানের র‌্যালি
বান্দরবানের লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান’১৭ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে ‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা মো. রাসেদ পারভেজ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম বিশেষ অতিথি ছিলেন।
শেষে রবি/১৭-১৮ মৌসুমে ভূট্টা ও বিটি বেগুন উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৫৪জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আরও পড়ুন