রোয়াংছড়িতে ভিজিএফ চাল পেল ৫৮০৩ পরিবার

NewsDetails_01

রোয়াংছড়িতে ভিজিএফ চাল বিতরণ
পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপনের উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪টি ইউনিয়নে ৮৭ মে:টন বরাদ্দের চাল পেল ৫ হাজার ৮০৩ পরিবার। সোমবার সকালে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, আগের চাইতে এবারে বরাদ্দে কিছুটা কম পাওয়া গেছে। তারপরে ও কোন পরিবারকে বাদ না দিয়ে সমান ভাগের ভাগ করে গরীব দু:খী সকল পরিবারকে ১৫ কেজি দরে বিতরণ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম তদারকিতে রোয়াংছড়ি সদর,তারাছা ও নোয়াপতং ইউনিয়নসহ ৪টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে যার যার এলাকার চেয়ারম্যানের উপস্থিতিতে ভিজিএফ চালগুলো বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন