রোয়াংছড়িতে গণহত্যা দিবস পালিত

NewsDetails_01

রোয়াংছড়িতে গণহত্যা দিবস এর র‌্যালি
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে সারা দেশের ন্যায় ২৫ শে মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হোক এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা রোয়াংছড়ি বাজারস্থ মাল্টিপারপাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলায় আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নেইতংবইতিং বম।
সভায় বক্তারা বলেন গণহত্যা দিবস একটি ঐতিহাসিক দিবস। এই দিবসটি আর্ন্তজাতিক দিবস হিসেবে স্বীকৃতি চাই। মা,বোনের রক্ত মিশে আছে এই বাংলার মাটিতে। ২৫ শে মার্চ রাতে গণহত্যা করা হয়েছিল এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়ার প্রয়োজন বলে মনে করেন বক্তারা। দিবসটি উপলক্ষে উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আওয়ামীলীগ সহযোগি সংগঠনে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
রোয়াংছড়িতে গণহত্যা দিবস পালিত

আরও পড়ুন