রোয়াংছড়িতে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

NewsDetails_01

কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার কাল বৈশাখীর ঝড় ও ঝড়ো হাওয়ায় বসতঘর বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের আলেক্ষ্যং ইউনিয়নে গ্রোক্ষ্যং পাড়া বেসরকারি বিদ্যালয়ে প্রাঙ্গনে আজ শুকনো খাবার চাল,ডাল,তেল,কম্বল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনা তঞ্চঙ্গ্যা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম,বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংপু মারমা,নোয়াপতং ইউপি ৮ নং ওয়ার্ডে মেম্বার মুইসাচিং মারমা,জামাধন তঞ্চঙ্গ্যা,অফিস সহকারি তাপস চাকমা,বাচনু মারমা।
এসময় নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগে মধ্যে দিয়ে দেশের কেউ না খেয়ে থাকবে না। এ পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্যে খাদ্য কর্মসূচীর আওতায় কাল বৈশাখীর ঝড়ে বসতঘরহারা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হবে।

আরও পড়ুন