রোয়াংছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বীর বাহাদুর
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বৈদ্য পাড়া বৌদ্ধ বিহার উৎসর্গ, বুদ্ধাভিষেক ও প্রবজ্যানুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২১ লক্ষ টাকা ব্যায়ে তারাছা ইউনিয়নের বৈদ্য পাড়া বৌদ্ধ বিহার ও ৮ লক্ষ টাকা ব্যায়ে বৈদ্য পাড়া তারাছা যুব সমাজ কল্যাণ সমিতির ভবনের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মিহিন্দা মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য তিং তিং ম্যা, রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী থোয়াইচ মং মার্মা, রোয়াংছড়ি উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মাসহ প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উজানি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাওয়ারা মহাথের, রাঙ্গামাটি জেলার কাপ্তাইর ডলুছড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিস্সা মহাথের সহ বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দরা।

আরও পড়ুন