রোহিঙ্গাদের ত্রাণ দিলেন বাইশারীর শিক্ষার্থীরা

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা পয়েন্টে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বাইশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিপদগ্রস্থ এসব রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ওষুধ, শুটকি মাছ ও শুকনো খাবার। গত শুক্রবার ৩০ জনের একটি দল এসব ত্রান বিতরণ কাজে অংশ নেয়। বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত নাথ ও সহকারী শিক্ষক নুরুল আমিন বলেন, শিক্ষার্থীদের উদ্যোগেই অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়ানো সিদ্ধান্ত হয়। এসব শিক্ষার্থীদের সঙ্গী হয়ে দীর্ঘ পাহাড়ি ও দুর্গম পথ পাড়ি দিয়েছি। চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের পাশে দাঁড়িয়েছি। সেখানে গিয়ে বেশি ভালো লেগেছে অন্তত তাদের জন্য সামান্য হলেও কিছু একটা সাহায্য করতে পেরে। তবে খারাপ লাগছে, কোমলমতি শিশু এবং বৃদ্ধ লোকজনরা বিশুদ্ধ পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখে।দশম শ্রেণির শিক্ষার্থী শেফায়ত উল্লাহ, নুরুল আমিন, আব্দুল মালেক, আজিজ মৌলা ও নুরুল আবছার বলেন, মানবতার তাগিদেই আমরা বাইশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সীমান্তে ছুটে গিয়েছি। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে, অসহায় রোহিঙ্গা নাগরিকদের সহযোগীতা করতে সীমান্তে জড়ো হচ্ছেন বাংলাদেশের মানবতাবাদীরা।

আরও পড়ুন