রোহিঙ্গাদের কেউ নিজ দায়িত্বে আশ্রয় দেবেন না : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
রোহিঙ্গাদের কেউ নিজ দায়িত্বে আশ্রয় দেবেন না,রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীন সমস্যা ,রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আর বর্তমান সরকার মানবিকতার কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে তবে এই সমস্যা ক্ষণিকের। বান্দরবানে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, ৬৯ পদাতিক ব্রিগ্রেডের অধিনায়ক মেজর শফিকুর রহমান পিএসসি ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:মফিদুল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারী বেসরকারী বিভিন্ন কার্যালয়ের প্রধান ও বান্দরবানের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের থাকা ও খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়ি বিভিন্ন পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের শীঘ্রই কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন , কেউ রোহিঙ্গাদের সাথে প্রতারণায় যুক্ত হবেন না। আগ্রত সকল রোহিঙ্গাদের নাম পরিচয় সরকারীভাবে নিবন্ধন করা হচ্ছে ,কেউ রোহিঙ্গাদের নাম পরিচয় নিবন্ধন করা থেকে বিরত রেখে নিজ দায়িত্বে কোথাও আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
গত ২৫ আগষ্ট মিয়ানমারে সহিংসতার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে থাকে আর জেলা প্রশাসনের তথ্যমতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাতটি ক্যাম্পে এ পর্যন্ত ৯১৭৩টি পরিবারের বিপরীতে বসবাস করছে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা শরনার্থী ।

আরও পড়ুন