রুমায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

NewsDetails_01

রুমায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা শনিবার বেলা সাড়ে ১০টায় রুমা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এ কর্মশালা আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল হক। জেলা তথ্য অফিসার মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা: শারমিন আক্তার ও রুমা থানা’র এসআই রনি।
যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও স্যানিটেশন, জন্ম নিবন্ধন, শিশুর মানসিক বিকাশ, অটিজম বিষয়ে সচেতসতা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীণ নারী ও শিশুর সচেতনতা, মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে এই ওরিয়েন্টেশন কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। এসময় ধর্মীয় নেতা, শিক্ষক, জনপ্রতিনিধি ও নেতৃস্থাীয় ব্যক্তিবর্গ এ কর্মশালায় স্বত; স্ফূর্ত অংশগ্রহণ করে।

আরও পড়ুন