রুমায় বাদাম চাষের বাম্পার ফলন

NewsDetails_01

বাদাম চাষ
চলতি রবি মৌসুমে রুমা উপজেলায় চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ার কারনে কৃষকরা গত বছরের চেয়ে বেশি দামে বিক্রি করছে বাদাম। এতে আর্থিকভাবে লাভবান হয়েছে চীনা বাদাম চাষীরা। এর ফলে আনন্দের বাতাস বইছে স্থানীয় কৃষকের ঘরে-ঘরে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাহাড়বার্তাকে জানান, এবারে ১০৯ হেক্টর জমিতে চীনা বাদাম চাষ হয়েছে। কৃষিবিভাগের লোকজন সার্বক্ষণিক সার্বিক তত্ত্ববধান ও আবহাওয়া ভাল হওয়ায় প্রায় ৩০০মেট্রিক টন চীনা বাদাম উৎপাদিত হয়। যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশি।
তিনি আরো জানান, চলতি মৌসুমে উপজেলার সদর, পাইন্দু ও গালেঙ্গ্যা ইউনিয়নের চীনা বাদাম চাষের উৎসাহিত করতে এবারে সরকারি অর্থায়নে ব্যাপক সংখ্যক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বাদাম ও সার বিতরণ করা হয়েছিল। কৃষিবিভাগের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক বাদাম ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগ করায় কৃষকরা চীনা বাদাম উৎপাদনের বাম্পার ফলনেরর লাভবান হয়েছে।
এদিকে রুমার স্থানীয় কৃষক মংসানু ও আবুল ফরাজি পাহাড়বার্তাকে জানান, এবার গত বছর চেয়ে বাদামের ভাল ফলন হয়। ভাল দাম পাওয়ায় তারা বেশ খুশিতে আছেন।

আরও পড়ুন