রুমায় ঝর্ণার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ক্যউচিং মার্মার লাশ উদ্ধার

NewsDetails_01

%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0বান্দরবানের রুমা উপজেলায় ঝর্ণার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পাহাড়ি জুমচাষী ক্যউচিং মারমা(৫১)‘র লাশ উদ্ধার করা হয়েছে । রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সাংগু নদীতে ভাসমান অবস্থায় সাম্মাঝিরি মুখ এলাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করে।
গত শুক্রবার জুমঘর থেকে নিজ বাড়িতে ফেরা পথে একটি পাহাড়ি ঝর্ণা পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন ক্যউচিং। সে রুমা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমতলী পাড়ার বাসিন্দা। পানিতে ভেসে যাবার পর থেকে আমাতলী, বটতলী ও ছাইপো পাড়ার স্থানীয়রা খক্ষ্যংঝিরি ও সাংগু নদীতে বিভিন্ন স্থানে সন্ধান করা হয়।
রুমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুর ইসলাম শরিফ পাহাড়বার্তাকে বলেন উদ্ধারকৃত লাশটি নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণের পর এ নিয়ে থানা একটি অপমৃত্যু মামলা রুজু করবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন