মাধ্যমিক শিক্ষা জেলা পরিষদের কাছে হস্তান্তর শিগগিরই : শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি

NewsDetails_01

২০১৪ সালে তিন পার্বত্য জেলা পরিষদের সাথে করা মাধ্যমিক শিক্ষা চুক্তি হস্তান্তর বাস্তবায়নে শিগগির আলোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ।

বুধবার দুপুরে বান্দরবানে অরুন সারকি টাউন হলে অনুষ্ঠিত ‘শিক্ষার জন্য আলো ও সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

NewsDetails_03

পার্বত্য জেলাগুলো উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে পরিণত হবে জানিয়ে শিক্ষা মন্ত্রী বলেন. আবাসিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে আর কোনো দিক দিয়ে পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকবে না, এটা দেশের অন্যান্য জেলার মত উন্নত, সমৃদ্ধ জেলা হবে ।

জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

১৯৯৭ সালে ২ ডিসেম্বর হওয়া শান্তি চুক্তি এবং তিন পার্বত্য জেলা পরিষদের আইন অনুসারে শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা ।

আরও পড়ুন