মাতামুহুরীর ভাঙ্গনে বিলীন লামার কলিঙ্গাবিল-সাবেক বিলছড়ি সড়ক

NewsDetails_01

লামায় মাতামুহুরী নদীর ভাঙ্গনে ধসে যাওয়া সড়কের একাংশ
বান্দরবানের লামা পৌরসভার কলিঙ্গাবিল-সাবেক বিলছড়ি সড়ক মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েক দিন আগে মাতামুহুরী নদীর পানি বেড়ে গেলে স্রোতের টানে সড়কটি ধসে পড়ে। ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের বসতিগুলোর অধিবাসীরাও ভাঙ্গন আতঙ্কে রয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
জানা যায়, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৬৫ লাখ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে কলিঙ্গাবিল-লাইনঝিরি সড়কটি মেরামতের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। কাজ শেষ না হতেই গত তিন দিন আগে সড়কের কবরস্থান এলাকায় প্রায় ১শ ফুট ধসে যায়। এতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সাবেক বিলছড়ির অধিবাসী মো. জাহেদ হাসান ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন জানান, ভাঙ্গনের কারণে সাবেক বিলছড়ি সড়কের পাশাপাশি গ্রামটিও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বর্ষণের কারণে নদী পাড়া সংলগ্ন সড়ক ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী সরেজমিন ভাঙ্গন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন