ভূমি বেদখলের ঘটনা তদন্ত্রে লামা যাচ্ছে নাগরিক প্রতিনিধি দল

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় বহিরাগত প্রভাবশালী কর্তৃক ভূমি বেদখলের অবস্থা সরেজমিন পরিদর্শনের জন্যে শনিবার রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি দল জেলার লামা উপজেলার ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম এর তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা প্রেরিত এক বার্তায় জানা যায়, বর্ষীয়ান রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমদ খান, জীববৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ প্রমুখসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের প্রতিনিধিদল ৬ মে শনিবার লামায় জমি দখল হওয়া তিনটি এলাকা সরই ইউনিয়নের ডলুছড়ি, ফাসিয়াখালী ইউনিয়নের ত্রিশঢেবা পরিদর্শন করবেন।
আরো জানা গেছে, আগামী ৭ মে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং সার্কেল চীফ উ চ প্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন