বুধবার নাইক্ষ্যংছড়ি যাবেন মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

বীর বাহাদুর উশৈসিং এমপি
এক দিনের সফরে বুধবার নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ উপলক্ষ্যে তোরণ, ব্যানার ও ফেষ্টুনে ছেয়ে গেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার অলি-গলি। বিরাজ করছে সাজ সাজ রব।

NewsDetails_03

প্রশাসন সূত্র জানা যায়, মন্ত্রীরআগমনের কর্মসূচীতে রয়েছে -নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নে পার্বত্য উন্নয়ন বোর্ডের তত্বাবধানে “দৌছড়ি উচ্চ বিদ্যালয়” নির্মিত ভবন উদ্বোধন ও স্কুল মাঠে সৌর বিদুৎ প্যানেল বিতরণ, সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় মহিলাদেরকে ভিজিডি চাল বিতরণ, উপজেলা মুক্ত মঞ্চ চত্ত্বরে এডিপি ভূক্ত প্রকল্পের উদ্বোধন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধানে ৫০ শয্যা বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি তছলিম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার জানিয়েছেন, আমাদের বীর বাহাদুর এমপি পার্বত্য বিষয়ক পূর্ণ মন্ত্রী হওয়ার পর এই প্রথম আগমন নাইক্ষ্যংছড়ি। মন্ত্রী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন