বীর বাহাদুরকে সংবর্ধনা প্রদান করবে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি

NewsDetails_01

বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সংবর্ধনা প্রদান করছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান পার্বত্য জেলা কমিটি।
কাল ১৭ অক্টোবর বুধবার দুপুর ২.৩০মিনিটে বান্দরবান সদরের অরুণ সারকি টাউন হলে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার আলোয় আলোকিত বান্দরবানের রুপকার প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী,(এনডিইউ,পিএসসি), জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলম জানান, শিক্ষার আলোক বর্তিতা হিসেবে অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিকে “ শৈলজ্যোতি ” উপাধি হিসেবে সংবর্ধনা দেয়া হবে। আর এই সংবর্ধনার মাধ্যমে আমরা মনে করি পার্বত্য জেলা বান্দরবানের প্রাথমিক শিক্ষার মান অনেকাংশে বৃদ্ধি পাবে।

আরও পড়ুন