বান্দরবান রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শনে হেনরি গ্লোরিয়াক্স

NewsDetails_01

দ্বিপাক্ষিক বৈঠকে ইউনিট সেক্রেটারী একেএম জাহাঙ্গীর ও ইউএন মিশনের হিউমেনিটরিয়ান এফেয়ারস এডভাইজার হেনরি গ্লোরিয়াক্স
বান্দরবান রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন করেন ইউএন মিশনের হিউমেনিটরিয়ান এফেয়ারস এডভাইজার হেনরি গ্লোরিয়াক্স। মঙ্গলবার বিকালে এসময় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ইউনিট সেক্রেটারী একেএম জাহাঙ্গীর ও ইউএন মিশনের হিউমেনিটরিয়ান এফেয়ারস এডভাইজার হেনরি গ্লোরিয়াক্স এর সাথে।
বান্দরবান রেডক্রিসেন্ট এর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বান্দরবানের মেঘলাস্থ রেডক্রিসেন্ট কার্যালয়ে ইউএনডিপির একটি দল নিয়ে হেনরি গ্লোরিয়াক্স পরিদর্শন করেন। এসময় তিনি রেড ক্রিসেন্ট তার সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এলাকার মানুষের জন্যে কি করেছেন, কি করছে এবং আগামী দিনে কি করবেন এর বিস্তারিত জানতে চান। এসময় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষে তাদের বিভিন্ন সামাজিক কাজের বিবরণ তুলে ধরা হয়।
ইউএন মিশনের হিউমেনিটরিয়ান এফেয়ারস এডভাইজার হেনরি গ্লোরিয়াক্স মানবিক সহায়ক সব কাজের জন্যে অভিভূত হন বলে জানান রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী একেএম জাহাঙ্গীর। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ইউনিট সভাপতি ক্য শৈহ্লার পক্ষ থেকে।

আরও পড়ুন