বান্দরবান মারমা স্টুডেন্টস্ কাউন্সিল এর সভাপতি উহ্লায়ী,সাধারণ সম্পাদক মংসিংউ

NewsDetails_01

বান্দরবানে মারমা স্টুডেন্টস্‌ কাউন্সিল এর ১০ম কাউন্সিলে জাতীয় পতাকা উত্তোলন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা
বান্দরবানে মারমা স্টুডেন্টস্‌ কাউন্সিল এর ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সংগঠনটির বান্দরবান জেলার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে উহ্লায়ী মারমা সভাপতি ও মংসিংউ মারমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ সোমবার জেলা শহরের সকালে অরুণ সারকি টাউন হল ভবনে জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে সংগঠনটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরে সভায় সর্বসম্মতি ক্রমে নতুন কমিটির নির্বাচনে ১০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সভায় অংথুইখয় মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব চথুইপ্রু মারমা, বিএমএসসি ৬ষ্ঠ কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি উটিংটিং মারমা, বিএমএসসি কেন্দ্রীয় সভাপতি অংসাইম্যা মারমা, সমাজ উন্নয়ন কর্মী নুক্রাচিং মারমা প্রমুখ।
এসময় সভায় বক্তারা বলেন, মারমা সমাজকে পরির্বতন করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এতে প্রধান ভূমিকার রাখতে হবে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ ছাত্র নেতাদের।
এসময় আরো বক্তব্য রাখেন, ত্রিপুরা ছাত্র নেতা সুশীল ত্রিপুরা, তংচ্যঙ্গা ছাত্র নেতা অনিল, চট্টগ্রাম ইউনিভাসিটি বিএমএসসি ছাত্র উখিংমং মারমা খাগড়াছড়ি জেলা বিএমএসসি ছাত্র নিঅংগ্য মারমা, রাঙ্গামাটি বিএমএসসি ছাত্র উক্যচিং মারমাসহ বিভিন্ন মারমা সমাজে বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, সংগঠনটির গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্যের এ কার্যকরী ও কার্যনিবার্হী কমিটি আগামী ১বছর তাদের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন