বান্দরবান বাজারে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা

NewsDetails_01

বান্দরবান বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিমল দাশের দোকানের সামনে পৌরসভার ময়লা ফেলায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানালো ব্যবসায়ীরা । শুক্রবার সকাল থেকে ওষধের দোকান ছাড়া সবধরনের দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা ।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৬ মে পৌরসভার অব্যবস্থাপনা নিয়ে বাজারের এক আলোচনা সভায় বক্তব্য রাখায় শুক্রবার সকালে বিমল দাশের দোকানের সামনে পৌরসভার কর্মচারীরা এক ভ্যান বর্জ্য ফেলা হয় । পরে ময়লা ফেলার বিষয়টি ব্যবসায়ী নেতাদের নজরে আসলে সাথে সাথে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা । পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এরই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা । বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা, অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, ক্ষোধ বান্দরবান বাজারে কেন্দ্রিয় দূর্গা মন্দিরের পাশে এই ধরণের ময়লা আবর্জনা ফেলে যাওয়ার কারনে মন্দিরে আসা পূজারিদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

আরও পড়ুন