বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন সদস্য ক্যনে ওয়ান চাক এর যোগদান

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন ক্যনে ওয়ান চাক
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চাক সম্প্রদায়ের নতুন সদস্য হিসেবে যোগদান করলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম চাক পাড়ার মৃত থোয়াই অংগ্য চাক ও মেছা চাক এর পুত্র ক্যনে ওয়ান চাক। আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন ক্যনে ওয়ান চাক।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার, প্রশাসনিক কর্মকর্তা উচিংমং মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ, সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কালাঘাটা সরকারী শিশু পরিবারের শিক্ষক তুষার চাকসহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা নতুন এ সদস্যকে বান্দরবান জেলার চাক সম্প্রদায়ের সকল মানুষের সুখে দুঃখে পাশে থেকে চাক সম্প্রদায়ের উন্নয়নের কাজ করার আহবান জানান।
এসময় পার্বত্য জেলা পরিষদের নতুন চাক সদস্য ক্যনে ওয়ান চাক বলেন, আমি আজ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাই, কারণ বঙ্গবন্ধুর কারনে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারই সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতি কৃতজ্ঞতা জানাই। এসময় তিনি আরো বলেন, আমার কাজের সর্ব প্রথম ধাপ হল শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবো।

আরও পড়ুন