বান্দরবানে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু

NewsDetails_01

বান্দরবানে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু
বান্দরবানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার গড়ে উঠছে ১০ হাজার ইনফোলিডার তৃণমূলের তথ্যজানালা প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী বান্দরবান জেলার উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপিতত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ম্যাজিষ্ট্রট ( শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বলেন “তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি নামে দেশের প্রায় ১০ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের এ কর্মসূচির মাধ্যমে গড়ে তোলা হবে। আর প্রশিক্ষিত উদ্যোক্তাগণ পরিচিত হবেন ইনফোলিডার নামে। এ লক্ষ্যেকে সামনে রেখে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ ও তথ্য সেবা বার্তা সংস্থ্ার (টিএসবি)উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী তৃণমূলের তথ্য জানালা শীর্ষক উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু করা হয়েছে। প্রশিক্ষণে বান্দরবান জেলার প্রায় ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন