বান্দরবানে সেনা মাইক্রোবাস দূর্ঘটনা : ১০দিন পর না ফেরার দেশে সার্জেন্ট কামাল হোসেন

NewsDetails_01

সার্জেন্ট কামাল হোসেন
বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় গত ১৯ জুন বিকালে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে এক সেনা সদস্য নিহত ও আহত হয় ৭জন। এই সড়ক দূর্ঘটনার ১০ দিন পর ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় সেনা সার্জেন্ট কামাল হোসেন আজ রোববার সকাল সাড়ে দশটায় মারা গেছেন।
এই ব্যাপারে সার্জেন্ট কামাল হোসেন এর স্বজন আশিক ইসলাম পাহাড়বার্তাকে বলেন, সোমবার সকালে নিহতের লাশ সামরিক হেলিকপ্টার যোগে নিজের জন্মস্থান ঝালকাঠিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই জানাযা শেষে দাফন করা হবে।
প্রসঙ্গত, সড়ক দূর্ঘটনার পর আহতদের বান্দরবান সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বিরুপ আবহাওয়া উপেক্ষা করে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন