বান্দরবানে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’র ভিত্তিপ্রস্থর স্থাপন

NewsDetails_01

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বান্দরবান উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার দুপুরে বান্দরবান লেমুঝিড়ি এলাকায় ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর । ফলক উন্মোচন ও ফিতা কাটা শেষে কৃষকদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার । আলোচনা সভায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.মো আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসা প্রু, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, কৃষিবিদ প্রণব ভট্টাচার্য্য সহ আরো অনেকে । এ সময় বক্তারা বলেন, দেশে পুষ্টি সমৃদ্ধ খাবার দরকার হবে, যা মেধাবিকাশে সহায়তা করে । আর পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্ব জয় করতে চায় ।প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচেছ বান্দরবান সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ।

আরও পড়ুন