বান্দরবানে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পইন ১০ ডিসেম্বর ২০১৬ উপলক্ষে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত।
বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন অফিস অডিটোরিয়ামে বান্দরবান সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা র্কমকর্তা সা সুই চিং মারমা’র সঞ্চালণায় সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জেন ডাঃ অংশে প্রু,বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রবীর চন্দ্র বণিক, বান্দরবান প্রেসক্লাবের সহ সভাপতি ও এম এ হাকিম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,বাসস এর প্রতিনিধি এনামুল হক কাশেমী,মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, আজকের দর্পণের প্রতিনিধি বাটিং মার্মা,৭১ টিভির প্রতিনিধি চাবা থুই র্মামা,এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, মোহনা টেলিভিশনের প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন,দি এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী প্রমূখ।
এসময় বক্তারা বলেন “ ভিটামিন ‘এ’প্লাস দু’টি উৎস হতে আমরা পেয়ে থাকি একটি উদ্ভিদজাত যেমন , গাজর ,কুমড়ো,পাকা পেঁপে ইত্যাদি, অন্যটি প্রাণীজাত যেমন মাংশাষী প্রাণি থেকে আমরা পেয়ে থাকি। ভিটামিন “এ” এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সাধারণত রাতকানা রোগীরা দিনের আলোতে স্বাভাবিক দেখতে পায়। রাতের আলোতে অনেকে কম দেখতে পায় আবার অনেকে একই ভাবে দেখতে পাই না । তাই প্রতিটি শিশুর জন্য ভিটামিন ‘এ’প্লাস অত্যন্ত গুরুত্বর্পূণ। এবার আমাদের লক্ষ্য ৬-১১ মাসের ৬ হাজার ৭১২ জন ও ১২-৫৯ মাসের ৫১ হাজার ৮৮৭ জন শিশুকে আমরা ভিটামিন এর আওতায় আনার লক্ষ্য স্থির করেছি।

আরও পড়ুন