বান্দরবানে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান

NewsDetails_01

“এসো গড়ি সোনার দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার বান্দরবানের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু র্মামা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বাংলাদেশ বেতার বান্দরবানের উপবার্তা নিয়ন্ত্রক মো: মোকছেদ হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হবে। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে সকলে সচেতনতার সাথে একযোগে কাজ করার আহব্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে স্থানীয় ও চট্রগ্রামের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন