বান্দরবানে সঙ্গীতশিল্পীদের মিলন মেলা ১৪ অক্টোবর

NewsDetails_01

প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সাথে সাক্ষাত করেন বান্দরবানের সঙ্গীতশিল্পীরা
বান্দরবান পার্বত্য জেলার সঙ্গীতাঙ্গনকে আগামীতে আরো এগিয়ে নেবার অংশ হিসাবে মিলন মেলার আয়োজন করছে বান্দরবানের নবীন ও প্রবীন শিল্পীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার বান্দরবানের সঙ্গীতাঙ্গনের প্রিয় মুখগুলো এই মিলন মেলার প্রস্তুতি সফল করতে ও কর্ম পরিকল্পনা নির্ধারন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সাথে সাক্ষাত করেন। এসময় প্রতিমন্ত্রী উক্ত মিলন মেলায় উপস্থিত থাকার সন্মতি জ্ঞাপন করেন।
পার্বত্য প্রতিমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে জানান, আগামী ১৪ অক্টোবর এই মিলন মেলার আয়োজন করা হচ্ছে, এ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭,৩০ মিনিটে বান্দরবান প্রেসক্লাবে প্রথম প্রস্তুতি মিটিং এর আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, সঙ্গীতশিল্পীদের মিলন মেলার স্থান এখনও নির্ধারণ না হলেও ধারণা করা হচ্ছে বান্দরবান শহরের রাজার মাঠ বা অরুণ সারকী টাউন হলে এই মিলন মেলার আয়োজন হতে পারে।

আরও পড়ুন