বান্দরবানে শেষ হলো বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠানে পিন্ড দান করছে পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিন্ড দান অনুষ্ঠান। মহাপিন্ড দান অনুষ্ঠান উপলক্ষে শনিবার সকাল ৮টায় বান্দরবান খিয়ং ওয়া কিয়ং ( রাজবিহার ) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিন্ড দান গ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে শহরের প্রধান প্রধান অনেক সড়কে পেন্ডেল সাজানো হয় গত কয়েকদিন ধরে,নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা।
অনুষ্টানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা। পিন্ডদান অনুষ্টানে সবাই বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফলমুল,মিষ্টি, মোম আগরবাতিসহ নানা রকম উপকরণ দান করে দেশ ও জাতির কল্যান কামনা করে।
বিকেলে জেলা শহরের বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা,হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে মাসব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উৎসবের সমাপ্তি হবে।

আরও পড়ুন