বান্দরবানে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশু সমাবেশ

NewsDetails_01

বান্দরবানে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়
“শিশু পেলে অধিকার ,খুলবে নতুন বিশ্বদ্বার” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ ২০১৭ ।
বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি শিশু সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. আরীনুূর খান, জেলা শিশু বিষয়ক র্কমকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ বান্দরবান জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ,সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা।
শিশু অধিকার সপ্তাহ ২০১৭ এর শিশু সমাবেশ ও র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশুদের নেতৃত্ব ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে বিশ্ব, সভ্যতা ও সংস্কৃতি। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সকল নাগরিকের দায়িত্ব।
আগামী ১৭ অক্টেবার পর পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন শিশু সংগঠন এই শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উদযাপন করবে।

আরও পড়ুন