বান্দরবানে রামকৃষ্ণ সেবাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপন

NewsDetails_01

বান্দরবানের রামকৃষ্ণ সেবাশ্রমের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ অন্যরা
বান্দরবান শহরের বালাঘাটার বীর বাহাদুর নগরে রামকৃষ্ণ সেবাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কান্তি দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, মেয়র মো: ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, আওয়ামীলীগ নেতা অমল কান্তি দাশসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে মহা প্রসাদ বিতরণ করা হয়।
সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন