বান্দরবানে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির মানববন্ধন
বেসরকারি কলেজ জাতীয়করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতি অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি। সকালে বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান মহিলা সরকারি কলেজের শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা হাতে হাত মিলিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের পৃথক সার্ভিস রুলসের অধীনে নিয়োগ প্রদান, নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের নন ক্যাডারে অর্ন্তভূক্ত করার দাবি জানান। এছাড়াও তারা নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের বদলি, পদোন্নতি উক্ত কলেজ সমূহের মধ্যে সীমাবদ্ধ রাখা, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সব ধরনের পার্শ্ব প্রবেশ বন্ধ করা ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়ন করার দাবি জানান ।

আরও পড়ুন