বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

NewsDetails_01

“পরিকল্পিত পরিবার,সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বিশ্ব¦ জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পার্বত্য জেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশ নেয়।পরে দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পরিষদের হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভা। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা:অংচালুর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো:নুরুল আবছার। এসময় সিভিল সার্জন ডা:অং সুই প্রু,ডা:মিতু ইসলাম,পরিবার পরিকল্পনা কার্যালয়ের জেলা কনসালটেন্ট ডা:নুরুচফা চৌধুরী,বান্দরবান সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নতুল মাওয়া,বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান পৌরশাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে । জনসংখ্যার এই বৃদ্ধির সাথে সাথে আমাদের পরিকল্পিত পরিবার গঠন সুরক্ষিত মানবাধিকার নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে,এসময় বক্তারা জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন