বান্দরবানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানে বিশ্বশান্তি গীতাযজ্ঞে দর্শনার্থীরা
শংকর মঠ ও মিশনের প্রাণ পুরুষ যোগাচার্য পরমহংস স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ এর ১০৯ তম এবং শংকর মঠ মিশনের পরম পূজ্যপাদ অধ্যক্ষ স্বামী তপনান্দ গিরি মহারাজ এর ৬২ তম আর্বিভাব বর্ষ উপলক্ষে বান্দরবানে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবান শংকর মিশনের উদ্যোগে ক্যাং ভিটা এলাকায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ পৌরহিত্য করেন,শংকর মঠ মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এসময় অন্যান্যদের মধ্য অরো উপস্থিত ছিলেন, গিরি মহারাজ মুক্তানন্দ, মহারাজ সন্তোষানন্দ, গিরি মহারাজ হরিকৃপানন্দ, গিরি মহারাজ অভেদানন্দ, গিরি মহারাজচিন্ময়ানন্দ, গিরি মহারাজ উত্তমানন্দ, গিরি মহারাজবিদেহানন্দ, গিরি মহারাজ,ব্রক্ষচারী রাপকানন্দ,রামানন্দ,তাপসানন্দ,ও বান্দরবান শংকর মিশনের আমিষ আইচ,পরিতোষ কুমার দাশ, সুকুমার সুর,শ্যামল মল্লিকসহ স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা। এসময় গিরি মহারাজ বিশ্ববাসীর শান্তি ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ করেন।

আরও পড়ুন