বান্দরবানে বাল্য বিবাহ পণ্ড

NewsDetails_01

1460104655925বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল হামিদা বেগম। বুধবার উপজেলার বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা আব্দু নবীর কন্যা হামিদা বেগমের সাথে একই ইউনিয়নের পেঠান আলী পাড়ার বাসিন্দা ছালেহ আহমদ মিজ্জির ছেলে নুরুল হাকিম’র আজ বুধবার বিবাহ হওয়ার দিন ধার্য্য করা হয় । পরে ইউএনও নির্দেশে পুলিশ বাল্য বিবাহ বন্ধ করে দেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম জানান, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে ।

আরও পড়ুন