বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

NewsDetails_01

নাইক্ষংছড়িতে পাহাড় ধসে নিহতদের উদ্ধারে অভিযান। ফাইল ছবি-শামীম ইকবাল চৌধুরী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মনজয় পাড়ায় পাহাড় ধসের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মুফিদুল আলমকে প্রদান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার কামাল, দমকল বাহিনীর সহকারী পরিচালক ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসলাম হোসেন।
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় সোমবার পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক নারীসহ ৩ জন নিহত, আহত হয়েছে ১ জন। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। পরে নিরাপত্তাবাহিনী, দমকলকর্মীরা হতাহতদের উদ্ধার করে।

আরও পড়ুন