বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

NewsDetails_01

বান্দরবান রাজার মাঠ সংলগ্ন এলাকায় পাওয়ার টিলার বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান রাজার মাঠ সংলগ্ন এলাকায় পাওয়ার টিলার বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত,কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু মার্মাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও কৃষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পাওয়ার টিলার বিতরণকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর এই সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রতিটি এলাকায় পাওয়ার টিলার,পাওয়ার পাম্পসহ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও যে সব জায়গায় ধানী জমির চাষ হবে না সেসব জায়গায় মিশ্র ফলের বাগান করে দেয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন,বর্তমান সরকারের আমলে পাহাড়ের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। অনুষ্টানে বান্দরবান সদর, থানছি ও আলীকদম উপজেলার ৬টি কৃষি সমিতিকে ৬টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।

আরও পড়ুন