বান্দরবানে নবান্ন উৎসব পালিত

NewsDetails_01

বান্দরবানে নবান্ন উৎসব
বান্দরবানে নবান্ন উৎসব
নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে নবান্ন উৎসব। উৎসব উপলক্ষে সকালে জেলা প্রশাসকের প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় । শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

NewsDetails_03

পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ,শিশু সমাবেশ,বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা ও আনন্দ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

বান্দরবানে নবান্ন উৎসব
বান্দরবানে নবান্ন উৎসব
জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, দিদারে আলম মো: মাকুসুদ চৌধুরী , সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত ,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম বাচ্ছু সহ প্রমুখ।
নবান্ন অনুষ্টানে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক অভিভাবকসহ অসংখ্য ছাত্র-ছাত্রী অংশ নেয়। শেষে নবান্ন উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্টানে আগত অতিথিবৃন্দরা।

আরও পড়ুন