বান্দরবানে ধেয়ে আসছে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ !

NewsDetails_01

গত তিনদিন ধরে শীতের আমেজ কিছুটা কম বলে খুশি হবার আসলে কিছুই নেই, কারণ জানুয়ারি মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে। জানুয়ারি মাসের ৩০ ও ৩১ তারিখে বান্দরবান জেলায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রী সেন্টিগ্রেডে চলে আসতে পারে, পাশাপাশি কক্সবাজারে একই তাপমাত্র বিরাজ করবে।
আবহাওয়া পূর্বাভাস যদি সঠিক হয়ে থাকে তবে এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়েও ভয়াবহ রকমের ঠাণ্ডা হবে। বিশেষ করে পঞ্চগড়-দিনাজপুর-নীলফামারী জেলায় প্রচণ্ড ঠাণ্ডা পরবে ও রাত ও সকাল বেলার তাপমাত্রা বছরের একই সময়ের গত ৩০ বছরের (১৯৮১ থেকে ২০১০ সাল) গড় তাপমাত্রা অপেক্ষা ৫ থেকে ১০ ডিগ্রী সেন্টিগ্রেড কম থাকবে।
আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল Global Forecast System (GFS) পূর্বাভাস মতে আগামী ২৫ তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ পঞ্চগড়-দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত পুরো দেশে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন