বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী

NewsDetails_01

বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন
“দুর্নীতি হলে শেষ,নিজে বাঁচবো,বাচঁবে দেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয় । পরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভাপতি অং চ মং মারমা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুণ-অর -রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়াসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তরা। মানববন্ধনে বক্তারা,দেশ প্রেমের শপথ নিয়ে দুর্নীতিকে বিদায় করতে সকলের প্রতি আহবান জানায়।

আরও পড়ুন