বান্দরবানে তুলা চাষে আধুনিক প্রযুক্তি

NewsDetails_01

বান্দরবানে তুলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ
বান্দরবানে তুলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ
বান্দরবানে তুলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষে তুলা উন্নয়ন বোর্ডে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ১) এর তিন দিন ব্যাপী প্রশিক্ষণ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ নূর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মোঃ ফরিদ উদ্দিন। এসময় প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ১) এর প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোঃ গাজী গোলাম মর্তুজা।
বান্দরবান পাহাড়ী তুলা গবেষণ কেন্দ্র,বালাঘাটাকে ভ্যানু করে ৩ দিন ব্যাপী তুলা উন্নয়ন বোর্ডের অধীনে বান্দরবান ,রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলার কটন ইউনিট অফিসার ষ্টোর কাম কিল্ডম্যান ও বৈজ্ঞানিক সহকারীদের মধ্য ৩০ জনকে তুলা চাষের উপার তুলার উৎপাদনে আধুনিক প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ২০১৬ দেওয়া হচ্ছে।
এসময় প্রধান বৈজ্ঞানিক র্কমকর্তা কর্মকর্তা মোঃ নূর হোসাইন চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশের আমরা প্রযুক্তির উপর র্নিভর করে দেশের উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারেই ধারাবাহিকতায় তুলা উন্নয়ন বোর্ডে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ১) এর উদ্দ্যেগে পার্বত্য জেলাতে পাহাড়ী তুলার চাষের গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে তুলা চাষে প্রযুক্তির ব্যবহার করে। প্রযুক্তির মাধ্যমে তুলা গুণগত মান ঠিক রেখে দেশ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখবে।

আরও পড়ুন