বান্দরবানে তামাক নিয়ন্ত্রন কমিটির ত্রৈমাসিক সভা

NewsDetails_01

বান্দরবানে তামাক নিয়ন্ত্রন কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
বান্দরবানে তামাক নিয়ন্ত্রন কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক
বান্দরবানে জেলা তামাক নিয়ন্ত্রন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। আজ সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রন ও পরিবার কল্যান মন্ত্রণালয় ঢাকার যৌথ আয়োজনে এসভা অনুষ্টিত হয়।

NewsDetails_03

জেলা মাদক নিয়ন্ত্রন কমিটির সভাপতি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সিভিল সার্জন উদয় শংকর চাকমা, ডাঃ অংসুই প্রু, ডাঃ অংচালু,ডাঃ সুপ্রিয়া দাশসহ আরো অনেকে।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বলেন, তামাক দেশ ও মানুষের জন্য ক্ষতিকর, আর এই ক্ষতিকর মাদক দ্রব্যটি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে মাদকের কুফল সর্ম্পকে জানাতে হবে। সকলে একযোগে কাজ করে গেলে মাদকের ক্ষতির ছোবল থেকে মানুষ রক্ষা পাবে।

আরও পড়ুন