বান্দরবানে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের উদ্বোধন

NewsDetails_01

বান্দরবানে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
প্রতিটি মিনিট নিখুঁত ছাপার নিশ্চয়তা নিয়ে বান্দরবান জেলা শহরে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল দশটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে ডট নাইন ডিজিটাল প্রিন্ট এর উদ্বোধন ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুণ-অর-রশীদ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মাসহ ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের স্বতাধিকারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
৩০ মিনিটে আপনার ডিজিটাল ব্যানার বুঝে নিন এই প্রত্যয় ব্যাক্ত করে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ মুহুর্তে বান্দরবানের সার্কিট হাউজ সড়কের জজ কোট সংলগ্ন ডট নাইন ডিজিটাল প্রিন্ট প্রেসটি চালু হলো। জেলা শহরের ৯টি প্রতিষ্ঠান যৌথভাবে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন পরিচালনা করবে। গ্রাহকরা ডট নাইনের আওতাভুক্ত দোকান গুলো থেকে যেকোনও সময় আর্জেন্ট ডিজিটাল ব্যানার ছাপাতে পারবে। ডট নাইন আওতাভুক্ত দোকান গুলো হলো নীলগিরি এ্যাড,আনন্দ এ্যাড,বনতুলি এ্যাড,একতা প্রিন্টার্স,গ্রাফিক্স কম্পিউটার,নকশা আর্ট,ক্লাসিক আর্ট,অংকন আর্ট,রাদানা প্রিন্টার্স।
বান্দরবানে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

আরও পড়ুন