বান্দরবানে জেএসএস নেতাদের আদালতে হাজির হতে নির্দেশ

NewsDetails_01

সোমবার দৈনিক পত্রিকায়  প্রকাশিত বিজ্ঞপ্তি
সোমবার দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি
পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র বান্দরবান জেলা শাখার নেতাদের আগামী ৭দিনের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদালত।
আদালত সূত্রে জানা গেছে, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ স্বাক্ষরিত এক স্বারক মূলে সোমবার ২টি বাংলা জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এর কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক জলি মং মার্মা, মং পু মার্মা (হেডম্যান), বান্দরবান জেলা জেএসএস সাধারন সম্পাদক ক্যা বা মং মার্মা, সাবেক ইউপি চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা, মং সিং শৈ,জেএসএস এর জেলা সহ সভাপতি চিং হ্লা মং চাক, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অং থোয়াই চিং মার্মা,পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি মংস্ত মার্মা ওরফে মং এ সাইন,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর জেলা সভাপতি উবা সিং মার্মা, পিসিপি’র জেলা সাধারণ সম্পাদক অজিত তংচঙ্গ্যা, পিসিপি’র সহ সভাপতি প্রীতি ভূষণ তংচঙ্গ্যা, পিসিপির সহ সাধারণ সম্পাদক পাসেন বম, মনির ওরফে মইন্না, সাদ্দাম হোসেন,হাইনু মং মার্মা,মং ম্যাচিং মার্মা, বাচমং মার্মা,বাচিং মং মার্মা, বিঞ্চু চাকমাকে হাজির হতে নির্দেশ প্রদান করা হয়।
আরো জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার জি.আর মামলা নং-২১৮/২০১৬ (বান্দরবান সদর থানায় মামলা নং ১২) আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/ ৫ মতে আসামীদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ফৌজদারী কার্যবিধি ৩৩৯ বি (১) ধারায় তাদের অনুপস্থিতিতে বিচার সম্পর্ন হবে। ২ অক্টোবর বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ স্বাক্ষরিত এক স্বারকে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর সোমবার দেশের ২টি প্রথম সারির দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই হিসাবে আগামী ৮ অক্টোবরের মধ্যে আসামীদের আদালতে হাজির হতে হবে, অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হবে।

আরও পড়ুন