বান্দরবানে ছাত্রী ধর্ষণের সহযোগীকে চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে ছাত্রী ধর্ষণের সহযোগীকে চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
বান্দরবানের আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের সহযোগী ও ইভটিজিংকারী এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে মানববন্ধন করেছে আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ।

NewsDetails_03

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন । এ সময় বিভিন্ন ধরণের হাতে লেখা বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন অর্ধশতাধিক শিক্ষার্থী । মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা ছাত্র সংগঠনের সভাপতি লাভে ত্রিপুর, ম্রো ছাত্র সংগঠনের সভাপতি অংলা ম্রো, বিএমসিসি সভাপতি অংখৈ সহ আরো অনেকে ।

এ সময় বক্তারা বলেন, ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে । এছাড়াও গত মাসের ১২ই ফেব্রুয়ারি আবাসিক উচ্চ বিদ্যালয়ে এক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী কিশোরি ওই শিক্ষকের সহযোগিতায় ধর্ষিত হয় বলে জানান বক্তারা । এই সময় বক্তারা শিক্ষককে চাকরিচ্যুতিরও দাবি জানান । পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ।

আরও পড়ুন