বান্দরবানে গীতা শিক্ষা স্কুল চালু

NewsDetails_01

বান্দরবানে গীতা শিক্ষা স্কুলের শিক্ষার্থীরা
বান্দরবান শহরের মেম্বারপাড়ায় গীতা শিক্ষা স্কুল চালু করা হয়েছে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে স্কুলটি চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা, আজ শুক্রবার সকালে বান্দরবান শহরের মেম্বার পাড়া এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আনন্দ দাশ এবং প্রতিষ্ঠানটির শিক্ষক রতন দেবনাথসহ অনেকে। এসময় প্রায় ৩৫ শিশু শিক্ষার্ত্রী অংশ গ্রহন করেন। প্রতি সপ্তাহের শুক্রবার এক ঘন্টা করে প্রতিষ্ঠানটিতে পাঠদান করা হবে।

আরও পড়ুন