বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা বিনিময় করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও জিআর খাদ্যশস্য(চাল) উপ-বরাদ্দ প্রদান করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবান জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও জিআর খাদ্যশস্য(চাল) উপ-বরাদ্দ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার মো. আজিজুর রহমানের সঞ্চালনায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মুকসুদ চৌধুরী,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সদর উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম,সদস্য ফিলিপ ত্রিপুরা, ৪ নং সুয়ালক সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মাসহ বমসহ খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্ধরা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আওয়ামীলীগ সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের উন্নয়নের জন্য কাজ করছে ,ধর্ম যার যার উৎসব সবার। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তালে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলের শিক্ষার আলোই আলোকিত হচ্ছে। তারেই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,বিদ্যুৎ থেকে শুরু করে সার্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে।

আরও পড়ুন