বান্দরবানে খাদ্য উৎসব

NewsDetails_01

বান্দরবানের খাদ্য উৎসবে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ অতিথিরা
বান্দরবানের খাদ্য উৎসবে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ অতিথিরা
বান্দরবানে খাদ্য উৎসব অনুষ্টিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদের হিমালিকা প্রজেক্টের আয়োজনে আজ সকালে জেলা শহরের কেএসআই মিলনায়তনে এ খাদ্য উৎসব অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী,জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন প্রমুখ। এসময় পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠির তৈরী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, পাহাড়ের ভিন্ন ধরণের খাবার দেশের পর্যটকদের কাছে জনপ্রিয় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এদিকে হিমালিকা প্রজেক্টের কো অর্ডিনেটর ম্য মানু অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকলেও অনুষ্ঠানের অব্যবস্থাপনা দেখে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্ষোধ প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অনুষ্ঠানে লোক সমাগম কম থাকা এবং অনুষ্ঠানের সভাপতি হিসাবে মঞ্চে কাউকে না দেখে তিনি আয়োজকদের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেন।
প্রসঙ্গত, হিমালিকা পাইলট প্রজেক্টের এই খাদ্য উৎসবে স্থানীয় হোটেল মোটেল মালিকদের আমন্ত্রন জানানো হলেও তারা কেউ সাড়া দেয়নি, অন্যদিকে অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি কোন সংবাদকর্মীকে।

আরও পড়ুন