বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

NewsDetails_01

বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা
বান্দরবানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রা
“ টেকসই ভবিষৎ গড়ি :১৭ টি লক্ষ্য অর্জন করি ”এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ করে। শোভাযাত্রায় স্থানীয় সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা অংশ নেয় । শোভাযাত্রা শেষে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

বান্দরবান সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কিরণ শংকর দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা ,সিভিল সার্জন উদয় শংকর চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক সুব্রত চৌধুরী,সমাজ সেবা বিভাগের সহকারি পরিচালক মিল্টন মুহুরী,সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বন্ধু,প্রতিবন্ধীদের উপযুক্ত সেবা ও সহায়তার মধ্য দিয়ে তাদের সমাজে গ্রহণযোগ্য পরিবেশে বেঁচে থাকতে সকলকে সহযোগিতা করতে হবে। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয় ।

আরও পড়ুন