বান্দরবানের রাজা সাচিং প্রু জেরী !

NewsDetails_01

বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরী
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী তার ফেসবুক স্ট্যাটাসে বান্দরবানের রাজা হিসাবে জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরী’কে অবহিত করায় জেলা বিএনপির পাশাপাশি স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজারে সফরে আসলে বান্দরবান বিএনপির উভয় গ্রুপ বান্দরবান-চট্টগ্রাম সড়কের কেরানীহাট ও লামার আজিজনগরে পৃথক পৃথক ভাবে বেগম জিয়াকে শুভেচ্ছা জানান। কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত, প্রভাবশালী নেতা জাহিদ এফ সরদার সাদী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “রাজা দাঁড়িয়ে আছেন, দেশমাতার পথ চেয়ে, রাজা সাচিং প্রু জেরী বিএনপির সম্পদ দল পাগল নিঃস্বার্থ, সাচিং প্রু জেরীর বয়স ৭০। “চিত্তে শিহরণ জাগায় জনতার ঢল স্রোত যেন বিজয়ে অটল” -জাহিদ এফ সরদার সাদী। আর এই স্ট্যাটাসের পর জনমনে প্রশ্ন দেখা দেয় বান্দরবানের রাজা কে?
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীর ফেসবুক স্ট্যাটাস
এই ব্যাপারে বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরী সহকারী অং ঝায় খ্যায়াং পাহাড়বার্তাকে বলেন, বান্দরবানের রাজা উ চ প্রু চৌধুরী, অন্যজনকে রাজা হিসাবে অবহিত করে মানুষকে বিভ্রান্ত করা দায়িত্বশীল নেতার উচিত হয়নি।
আরো জানা গেছে, গতকাল বুধবার ফেসবুকে স্ট্যাটাসটি দেবার পর ১হাজার ৮শ জন লাইক প্রদান এবং ১০৬ বার শেয়ার করা হয়। তিনি প্রয়াত রাজা, বিএনপির সাবেক মন্ত্রী অং শৈ প্রু চৌধুরীর পুত্র সাচিং প্রু জেরীকে রাজা হিসাবে অবহিত করেন। যার ফলে বান্দরবানের বাইরের জেলার বিএনপি তথা স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে আসলে বান্দরবানের রাজা কে? সাচিং প্রু জেরী, নাকি উ চ প্রু চৌধুরী।
এই ব্যাপারে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা পাহাড়বার্তাকে বলেন,বান্দরবানের বর্তমান রাজা উ চ প্রু চৌধুরী, জেরী বাবু রাজা নয় এবং তিনি রাজা হবারও সম্ভবনা নেই, রাজা হিসাবে অবহিত করা ঠিক নয়।

আরও পড়ুন