বান্দরবানের উথোয়াইং গ্য মারমা ‘মানুষের জন্য মানবাধিকার পদক’ পেলেন

NewsDetails_01

পেছনের সারিতে মাঝে উথোয়াইং গ্য মারমা
পেছনের সারিতে মাঝে উথোয়াইং গ্য মারমা
ঢাকায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবানের উথোয়াইং গ্য মারমা ‘মানুষের জন্য মানবাধিকার পদক’ পেলেন।
রোববার ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত এই পদক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
দেশের তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের কাজে স্বীকৃতি ও উৎসাহ বাড়াতে এ পদক দেওয়া হয় বলে অনুষ্ঠানে জানান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। দেশের তৃণমূল অঞ্চলে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ১০ জন পেলেন ‘মানুষের জন্য মানবাধিকার পদক ২০১৬’। দেশের বিভিন্ন তৃণমূল অঞ্চলের প্রায় ৫৪ জন মানবাধিকার কর্মীর মধ্য থেকে ১০ জনকে এ পদকের জন্য মনোনীত করা হয়।
এর আগে মানুষের জন্য ফাউন্ডেশন ২০১০ সালে ১৩ জন, ২০১১ সালে ১০ জন এবং ২০১৮ সালে ১০ জন তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের এ সম্মাননা দেয়।

আরও পড়ুন